ইফাদের কর্মকর্তারা জানান, বর্তমানে ভারতে ইফাদের প্রায় ৪০ টি খাদ্য পণ্য রফতানি হচ্ছে। এর মধ্যে কুকিজ, নুডুলস, চিপস উল্লেখযোগ্য।
এ বিষয়ে ইফাদের কর্মকর্তা আমির হোসেন বাংলানিউজকে বলেন, বাংলাদেশ থেকে যেসব পণ্য ভারতে রফতানি হয়, তার মধ্যে বড় অংশ খাদ্য পণ্য। আর সেখানে ইফাদের পণ্য রফতানি রয়েছে উল্লেখযোগ্য মাত্রায়। ইফাদের খাদ্য মান উন্নত হওয়ায় দিন দিন ভারতে আমাদের পণ্যের চাহিদা বাড়ছে।
গ্রাহকদের কাছে ইফাদের চিপস আর নুডুলসের চাহিদা সবচেয়ে বেশি। ইফাদের চিপস কিনতে ক্রেতাদের সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা খরচ করতে হবে। অন্যদিকে নুডুলসের দাম ২০ টাকা থেকে ৩শ’ টাকা পড়বে।
ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার চলবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। তিন দিনব্যাপী ট্রেড ফেয়ারের পর্দা ওঠে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়। তিন দিনব্যাপী এই ট্রেড ফেয়ার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। মেলায় খাদ্য, অটো মোবাইল, গাড়িসহ বিভিন্ন পণ্যের স্টল রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
ইউএম/পিসি