রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৩ মিনিটে তিনি ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন খাদ্যগুদামটির উদ্বোধন করেন।
এরপর সেখানে একটি আম গাছের চারা রোপণ করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে, ১২টা ১০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় তাকে পুলিশ সদস্যরা গার্ড অব অনার দেন।
খাদ্যগুদামের উদ্বোধনের পর সেটি ঘুরে ঘুরে দেখেন শেখ হাসিনা। তার সঙ্গে আছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ মন্ত্রিপরিষদের বেশ ক’জন সদস্য। রয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের নেতারাও।
বহুতল বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষায়িত খাদ্যগুদামটির নির্মাণে সিংহভাগ অর্থ সহায়তা দিয়েছে দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এটির ছাদজুড়ে বসানো শতাধিক সৌর প্যানেল থেকে উৎপাদিত ৩৬০কিলোওয়াট বিদ্যুৎ দিয়ে গুদামের বিদ্যুতের পুরো চাহিদা মেটানো হবে।
এই খাদ্যগুদামের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জেলার আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর বিকেলে সান্তাহার স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।
জনসভা শেষ করেই বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন জাতীয় সংসদ অধিবেশনে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭/আপডেট ১২৪৯ ঘণ্টা
এমইউএম/এমবিএইচ/এইচএ/
আরও পড়ুন
** বগুড়ার আরও ১৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
** প্রধানমন্ত্রীর আগমনে ব্যানার-তোরণের সাজ সান্তাহারে
** প্রধানমন্ত্রীর জনসভাস্থল অভিমুখে জনস্রোত