ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী দুপুরের খাবার সারলেন টাকি মাছ, কালো জিরা ভর্তায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
প্রধানমন্ত্রী দুপুরের খাবার সারলেন টাকি মাছ, কালো জিরা ভর্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফাইল ছবি)

বগুড়ার আদমদীঘি (সান্তাহার) থেকে: বগুড়ার সান্তাহারে সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরের খাবার সারেন টাকি মাছ ও কালো জিরা ভর্তায়। সঙ্গে ছিল সুগন্ধি কাটারিভোগ চালের ভাত।

হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী বগুড়ার আদমদীঘি উপজেলাধীন সান্তাহারে এসে পৌঁছান রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টা ১০ মিনিটে। এরপর তিনি সান্তাহারের সাইলো ক্যাম্পাসে নির্মিত দেশের প্রথম মাল্টি স্টোরিড ওয়্যারহাউজ উদ্বোধন করেন।

যা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড়।

সাইলোর রেস্ট হাউজে দুপুরের খাবার সারেন প্রধানমন্ত্রী। তার খাবার তালিকায় তৈরি ছিল প্রায় ৩২ পদ। টাকি মাছ এবং কালো জিরা ভর্তায় প্রাধান্য দেন শেখ হাসিনা। বগুড়াবাসীর পক্ষ থেকে জেলার ঐতিহ্য অনুযায়ী আতিথেয়তা ছিল ভরপুর।

দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও বগুড়া জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

দলীয় সূত্র জানায়, আদমদীঘি উপজেলাধীন সান্তাহারে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। তাই খাবারে জেলার ঐতিহ্যময় বিষয়গুলো তুলে আনা হয়।

হরেক পদের মধ্যে উল্লেখযোগ্য ছিল, সুগন্ধি কাটারিভোগ চালের ভাত, বিভিন্ন ধরনের সবজি, মসুর ডাল, সবুজ সালাদ, টাকি মাছ ভর্তা, আলু-করলা ভাজি, কালো জিরা ভর্তা, আলু ভর্তা, দেশি কই মাছ ভূনা, দেশি পবদা মাছের ঝোল, আচার, শিমের বিচি দিয়ে শিং মাছের ঝোল, রুই মাছ ভূনা, আইড় মাছ, বড় টেংরা, চিংড়ি, কাজলী মাছ ভূনা, দেশি মুরগির মাংস, কবুতরের মাংস, খাসির মাংস, কলিজা ভূনা, কোয়েল পাখির ভূনা।

মিষ্টান্ন খাদ্যের মধ্যে পরিবেশন করা হয়, সাদা ছোট-বড় মিষ্টি এবং মিষ্টি দই। এছাড়া খাবারের তালিকায় আরও ছিল বিভিন্ন ধরনের ফলমূল।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমইউএম/এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।