ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেফতার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করেন দুদকের পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্ব একটি আভিযানিক দল।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দুদকের উপ পরিচালক ও জন সংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।



তিনি বাংলানিউজকে জানান, এমদাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত ৮৭ লাখ ৫৪০ টাকা সম্পদ অর্জন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ১৮ লাখ ৭৫১ টাকার সম্পত্তি গোপনের অভিযোগে ২৩ ফেব্রুয়ারি মামলা করা হয়। দুদকের উপ পরিচালক মো. সাহিদুজ্জামান বাদী এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।