বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করেন দুদকের পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্ব একটি আভিযানিক দল।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দুদকের উপ পরিচালক ও জন সংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বাংলানিউজকে জানান, এমদাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত ৮৭ লাখ ৫৪০ টাকা সম্পদ অর্জন এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ১৮ লাখ ৭৫১ টাকার সম্পত্তি গোপনের অভিযোগে ২৩ ফেব্রুয়ারি মামলা করা হয়। দুদকের উপ পরিচালক মো. সাহিদুজ্জামান বাদী এ মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসজে/এসএইচ