প্রথম দিনের পর শুক্রবার (৩ মার্চ) দ্বিতীয় দিনেও জমে ওঠেছে এ মেলা। ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার পর্দা নামবে শনিবার (৪ মার্চ) রাতে।
দর্শনার্থীদের আগমনের সুবিধার্থে শাটল ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কৃষিবিদ ইনস্টিটিউট, মহাখালী, কাকলী, বনানী ও কুড়িল হয়ে আইসিসিবি ফ্রি বাস সার্ভিসের সেবাও দেওয়া হচ্ছে।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শুধু খামারি নয়, ছোট পরিসরের চাষিরাও মেলায় এসেছেন। আইসিবিবি’র প্রাঙ্গণের বিভিন্ন স্টলে ঘুরে-ঘুরে তারা নানা প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে ধারণা নিচ্ছেন। মূলত প্রদর্শনীর জন্য এখানে পণ্যের সেম্পল আনা হলেও অর্ডারও নেওয়া হচ্ছে।
মেলায় ক্রেতাদের বেশি আগ্রহ গরু মোটাতাজাকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পশুপালন পদ্ধতি ইত্যাদি জানার প্রতি। আবার অনেকেই জেনে নিচ্ছেন তার মাছের বা মুররির খামারের উৎপাদন বাড়ানোর পদ্ধতিও।
এদিকে, ক্রেতা-দর্শনার্থীদের ঋণ সংক্রান্ত সুবিধা দিতে বিভিন্ন ব্যাংকও স্টল নিয়েছে। তারা জানাচ্ছে কি ধরনের উদ্যোক্তার জন্য কী ধরণের সেবা রয়েছে।
কুষ্টিয়া থেকে আগত খামারি শেখ আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, তার গরুর খামার রয়েছে। কী উপায়ে বেশি দুধ পাওয়া যায় এবং কী করে বাছুরের দ্রুত বৃদ্ধি হয়, তা জানার জন্যই মেলায় এসেছেন।
আসমা বেগম নামে এক দর্শনার্থী তার মেয়েকে সঙ্গে নিয়ে অনেকক্ষণ ধরে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছেন। তিনি বাংলানিউজকে বলেন, আমার সাভারের বাসায় একটি মুরগির খামার আছে। প্রায় রোগ বালাই হয়, অনেক মুরগি মারাও যায়। এসব সমস্যা থেকে উত্তরণের উপায় খুঁজতেই এসেছি।
এদের মত দেশের বিভিন্ন স্থান থেকেই আগ্রহীরা মেলায় এসেছেন। তাদের পদচারণায় দ্বিতীয় দিনের মেলা প্রাঙ্গণ জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে।
‘আমার গ্রুপ’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) ডা. মোহাম্মদ শোয়েব প্রধান বলেন, মেলায় মূলত প্রদর্শনী চলছে। এখানে ক্রেতা-দর্শনার্থীরা অনেক তথ্য পাচ্ছেন। ফলে তারা সব জেনে-শুনে অর্ডার করার সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
ইইউডি/টিআই