ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বার্নিকাট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বার্নিকাট বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত-ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): আশুলিয়ায় তৈরি পোশাক খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

বৃহস্পতিবার (০৯ মার্চ) আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে আওয়াজ ফাউন্ডেশনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তবে বৈঠকে কোনো সাংবাদিককে উপস্থিত থাকতে দেওয়া হয়নি।

এছাড়া কার্যালয়ের চারদিকে সাদা পোশাকে নিরাপত্তা কর্মীরা মোতায়েন আছেন।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের সদস্য নাজমা আক্তারসহ অন্য শ্রমিক নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নয়ন বাংলানিউজকে জানান, রাষ্ট্রদূত তাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। পরে সাংবাদিকদের এ বিষয়ে তিনি ব্রিফ করবেন। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত-ছবি: বাংলানিউজএর আগে জিরাবোতে বাংলাদেশ সেন্টার ফর লেবার সলিডারিটির কার্যালয় পরিদর্শন করেন রাষ্ট্রদূত। সেখানে শ্রমিক সংগঠন ছাড়াও শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

সেখানেও সংবাদমাধ্যম কর্মীদের গতিবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় বলে স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭/আপডেট ১৫২০, ১৫৩২ ঘণ্টা
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।