ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোট কেনা-বেচার সংস্কৃতি বন্ধ হলে এগিয়ে যাবে দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
ভোট কেনা-বেচার সংস্কৃতি বন্ধ হলে এগিয়ে যাবে দেশ সুধী সমাবেশে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

কিশোরগঞ্জ: ভোট কেনা-বেচার সংস্কৃতি বন্ধ হলে দেশ অনেক এগিয়ে যাবে এবং সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জনপ্রতিনিধিদের ভোট কিনে জনসেবা করার প্রয়োজন নেই।

যদি মন্ত্রীরা দুর্নীতি না করে তাহলে ওই মন্ত্রণালয়ের কর্মকর্তারাও দুর্নীতি করার সাহস পাবে না।

এসময় জনপ্রতনিধিদের জনগণের বন্ধু হয়ে কাজ করার আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।