রোববার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে তাঁতী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আজ এখানে তাঁতী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
জামদানির স্বত্ব (পেটেন্ট) নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই স্বত্ব অন্য দেশের সঙ্গে জিততে হয়েছে আমাদের। সরকার স্বত্ব নিতে সক্ষম হয়েছে। জামদানি এখন শুধুই বাংলাদেশের ঐতিহ্য। এ রকম আরও যত শিল্প আছে তার বিকাশে আমাদের কাজ করতে হবে।
তিনি তাঁতশিল্পের আধুনিকায়নে তাঁতীদের কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তাঁতশিল্পকে আধুনিকায়ন করতে হবে। উন্নত করতে হবে। যেন কেউ তাঁতী শুনলে মুখ ঘোরাতে না পারে। আপনারা আপনাদের মতো কাজ করবেন। সরকার সরকারের মতো কাজ করবে। সরকার লোন দিচ্ছে, কর্মসংস্থান ব্যাংক থেকে বিভিন্ন পর্যায়ে ঋণ দেওয়া হচ্ছে।
শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনকে নিজেদের নীতি-আদর্শ মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নীতিমালায় কাজ না করলে আগানো যায় না।
আওয়ামী লীগ সরকারই তাঁতীসহ সর্বস্তরের পেশার মানুষের উন্নয়নে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির কথা তুলে ধরেন।
তিনি বলেন, তাঁতশিল্প চরম অবহেলার শিকার ছিল। ছিয়ানব্বইতে ক্ষমতায় এসে আমরা তাদের উন্নয়নে নানা পদক্ষেপ নিই। আমাদের সে উন্নয়ন কর্মসূচি চলছে। মাদারীপুর ও শরীয়তপুরে ১২০ একর জমিতে তাঁতপল্লি গড়ে তোলা হচ্ছে। করা হচ্ছে বেনারসি পল্লি। এ শিল্পের উন্নয়নে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে, যা যা করণীয় আমরা করবো।
সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এমইউএম/আইএ/এইচএ/
আরও পড়ুন
** ১২০ একর জমিতে হচ্ছে তাঁতপল্লি