শনিবার (৮ এপ্রিল) দুপুরে হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ সড়কের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার নয়াদিল্লি সফরের আগের দিন বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)।
পার্ক স্ট্রিটের নাম বঙ্গবন্ধুর নামে রাখার সিদ্ধান্ত এক সার্কুলারের মাধ্যমে জানানো হয়। রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্রের শঙ্কর রোড-মন্দির মর্গ ট্রাফিক চত্বর থেকে রাষ্ট্রীয় রাম মনোহর লোহিয়া হসপিটালের সামনে মাদার টেরিজা ক্রিসেন্ট পর্যন্ত সড়কটি এতোদিন পার্ক স্ট্রিট নামে পরিচিত ছিল।
নাম বদলের ফলে এটি শনিবার দুপুর থেকেই পরিচিত হবে বঙ্গবন্ধুর নামে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
কেজেড/এএ