মুফতি হান্নানের ছোট ভাই মতিয়ার মুন্সী জানিয়েছেন, কারা কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পর পরিবারের সিদ্ধান্ত মোতাবেক বড় ভাই আলিউজ্জামান মুন্সী, স্ত্রী রুমা বেগম এবং বড় মেয়ে নিশি খানম মঙ্গলবার রাতেই কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হবেন।
ইতোমধ্যে তারা কোটালীপাড়া-ঢাকায় চলাচলকারী দিগন্ত পরিবহনের টিকিট কেটেছেন এবং রাত ৯টার গাড়িতে কোটালীপাড়ার গ্রামের বাড়ি থেকে রওনা হবেন।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন।
মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
উল্লেখ্য, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মহিবুল্লাহ মুন্সী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান মুন্সীর আপন ভাই।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
আরএ