সিলেট: অপারেশন ‘ডেভিল হান্ট’ চলাকালে সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা অয়ন দাস (২৭)কে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে তাকে আটক করে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ।
অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও নগরের বাগবাড়ি প্রমুক্ত একতা ১৭৮/৮ বাসার বিমল কান্তি দাসের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অয়ন দাস কেন্দ্রীয় কমিটিরও সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এনইউ/আরবি