ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
বরিশালে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ

বরিশাল:  পরিমাপে কম দেওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা মা ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
 
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএসটিআই’র কর্মকর্তারা অভিযান চালিয়ে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেন।

 

ফিলিং স্টেশনটি খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আরজ আলী সরদার পরিচালনা করে আসছিলেন।
 
তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, ওই ফিলিং স্টেশন  থেকে পরিমাপে কম তেল সরবরাহ করার অভিযোগ পেয়ে বিভাগীয় উপ-পরিচালক আব্দুল হান্নানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
 
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
 
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।