ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

‘মুফতি’ হান্নান-বিপুলের মরদেহ বাড়ির পথে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
‘মুফতি’ হান্নান-বিপুলের মরদেহ বাড়ির পথে দুই জঙ্গির মরদেহ দাফনের জন্য পাঠানো হচ্ছে গ্রামের বাড়িতে। ছবি: দীপু মালাকার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে: ফাঁসি কার্যকরের পর নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘মুফতি’ আব্দুল হান্নান ও জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে স্ব স্ব গ্রামের বাড়িতে।

‘মুফতি’ হান্নানকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামে ও বিপুলকে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ‘বকশি পাটওয়ারী বাড়ি’তে নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

বুধবার (১২ এপ্রিল) রাত ১০টায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর হয়।

এরপর কারাগারের ভেতরেই ময়না তদন্ত সম্পন্ন হয়। রাত ১২টা ০৪ মিনিটে দু’টি অ্যাম্বুলেন্সযোগে মরদেহ কারাগারের বাইরে আনা হয়।

দুই জঙ্গির মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সামনে-পেছনে তিনটি করে পুলিশের গাড়ি ও একটি করে ফায়ার সার্ভিসের গাড়ির কড়া পাহারা রয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশিদ কারাফটকে সাংবাদিকদের জানান, ফাঁসির পরে দু’জনের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। পরে ভেতরে থাকা দু’টি অ্যাম্বুলেন্সযোগে মরদেহ বের করে আনা হয়।

গোপালগঞ্জ ও চাঁদপুরে মরদেহ নিয়ে যাওয়ার সময় রাস্তায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ব্রিফিংয়ে কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ২০০৪ সালে হত্যা চেষ্টার দায়ে আদালতের রায় অনুসারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমএন/পিএম/এজেডএস/এসজে/আরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।