ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস-বাংলার ২ কর্মী ‘রাজস্ব যোদ্ধা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ৩, ২০১৭
ইউএস-বাংলার ২ কর্মী ‘রাজস্ব যোদ্ধা’

ঢাকা: ইউএস-বাংলার দুই কর্মীকে ‘রাজস্ব যোদ্ধা’ বলে অবিহিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।

বুধবার (০৩ মে) দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কনফারেন্স রুমে সততার পুরস্কার হিসেবে তাদের এ খেতাবে অবিহিত করেন তিনি।

সোমবার (০১ মে) দুপুর ২টায় কলকাতা থেকে ঢাকা ফেরা ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২০২ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০টি স্বর্ণের বার উদ্ধার করতে সহায়তা করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটের মো. আব্দুল কাদের ও মো. আলমাস হোসেন।

বিমানবন্দর কাস্টমসকে প্রায় সাত কেজি স্বর্ণ উদ্ধারে সহযোগিতা করে সততার অনন্য নজির গড়েন তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসজে/ওএইচ/এসএইচ

আরও পড়ুন:

** ইউএস-বাংলার ২ কর্মীকে পুরস্কৃত করছে এনবিআর
** সততার অনন্য নজির ইউএস-বাংলার ২ কর্মীর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।