ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিড়ি ও সিগারেটে সমন্বিত কর প্রণয়নের দাবিতে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বিড়ি ও সিগারেটে সমন্বিত কর প্রণয়নের দাবিতে বিক্ষোভ বিড়ি ও সিগারেটে সমান কর প্রণয়নের দাবিতে বিক্ষোভ-ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: বিড়ির ওপর কর কমিয়ে সিগারেটের ওপর আনুপাতিক হারে কর আরোপের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লালমনিরহাটের বিড়ি শ্রমিকরা।

বুধবার (১৭ মে) দুপুরে আকিজ, আবুল ও মতি বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি দেন তারা।

শ্রমিকরা জানান, গ্রামের হতদরিদ্র পরিবারের লোকজনের শ্রমে বিড়ি উৎপাদিত হয়। পক্ষান্তরে শহরে যান্ত্রিক উপায়ে তৈরি হয় সিগারেট। গ্রামীণ বিড়ি শিল্পকে ধ্বংস করতে সিগারেটের চেয়ে আনুপাতিক হারে বিড়ির কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিড়ির ওপর কর বাড়লে বিড়ি শিল্প বন্ধ হয়ে যাবে। এ শিল্পকে টিকিয়ে রাখতে সিগারেটের ওপর সমপাতিক হারে কর আরোপ করতে হবে।

আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক সহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, কর না বাড়িয়ে শ্রমিকদের মজুরি বাড়ানো হোক। শ্রমিকরা ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রম দিয়ে মজুরি পান মাত্র ১৮০-১৯০ টাকা।

বিড়ি ফ্যাক্টরি বন্ধ করলে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

আকিজ বিড়ি ফ্যাক্টরির সুপারভাইজার মোরশিদ আলম জানান, বিড়ির কর বাড়ালে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তাই নিজেদের কর্মসংস্থান ঠিক রাখতেই জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।