ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

সংসদ নির্বাচন নিয়ে ইসির কর্মপরিকল্পনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
সংসদ নির্বাচন নিয়ে ইসির কর্মপরিকল্পনা নির্বাচন কমিশন ভবন

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নির্বাচন কমিশনের (ইসি) হাতে আর মাত্র দেড় বছর সময় রয়েছে। এর মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সারতে হবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটিকে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার তথ্য অনুযায়ী, দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারি। আর সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত সে বছর ২৯ জানুয়ারিতে।

সংবিধান অনুযায়ী, কোনো সংসদের মেয়াদ হচ্ছে প্রথম বৈঠক থেকে পরবর্তী পাঁচ বছর। এক্ষেত্রে দশম সংসদের মেয়াদ পূর্ণ হবে ২০১৯ সালের ২৮ জানুয়ারি।

আর সংসদের মেয়াদ পূর্তির আগের নব্বই দিনের মধ্যে সাধারণ নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া আছে সংবিধানে। এক্ষেত্রে একাদশ সংসদ নির্বাচন ২০১৮ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যেই শেষ করতে হবে।

ইতোমধ্যে সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক রোডম্যাপের খসড়া করে ফেলেছে ইসি। এতে মান ভিত্তিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

ইসি জনসংযোগ শাখার সরবরাহ করা সেই পরিকল্পনা দেখে নিতে ক্লিক করুন: সংসদ নির্বাচন নিয়ে ইসির কর্মপরিকল্পনা

ইসির পরিকল্পনায় ভোটার তালিকা প্রণয়ন, স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপ, নতুন করে দলের নিবন্ধন প্রক্রিয়ার উদ্যোগ, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ প্রভৃতি কর্মযজ্ঞের মাস ভিত্তিক সময় উল্লেখ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।