ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উফ গরম, উফ তৃষ্ণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৭
উফ গরম, উফ তৃষ্ণা ঠোঁট ভেজাচ্ছে তৃষ্ণার্ত কাক। ছবি: হুসাইন আজাদ

চাঁপাইনবাবগঞ্জ থেকে: শহরের উপকণ্ঠ শান্তির মোড় থেকে টমটমের গন্তব্য তেররশিয়া গ্রামের হায়াতের মোড়। মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুতে নামলেন এক শ্রমজীবী। প্রখর রোদের মধ্যে নেমেই খানিকটা নাচুনে ভঙ্গিতে আবার উঠে পড়লেন। চালককে বললেন ‘চল, চল, পরে আসবো আবার’। সহযাত্রীকে নিজেই বলছিলেন, ‘যে গরম পড়েছে, নামলে আবার এই গরমে ব্রিজ যদি হেঁটে যেতে হয় আবার।’

সংকুচিত মহানন্দার স্বচ্ছ জলরাশির ওপর দু’বছর আগে নির্মিত ৫৪৬ মিটার দীর্ঘ ঝকঝকে-তকতকে দ্বিতীয় মহানন্দা বা শেখ হাসিনা সেতু পেরিয়ে খানাখন্দহীন পিচঢালা রাস্তার দু’পাশে কেবল আমের বাগান। গোপাল ভোগ, খিরসাপাত, হীমসাগর, ল্যাংড়া, গৃহাদাগী, ফজলি, আম রূপালী, বোম্বায় গুটি, হাড়িভাঙ্গা।

এখনও পুরোপুরি পাক ধরেনি। থোকায় থোকায় ঝুলছে। মাঝেসাঝে ভুট্টার ক্ষেতও দেখা গেলো, তবে বোঝা গেল ভুট্টা ঘরে উঠে গেছে, মাঠজুড়ে পড়ে আছে আগাছা।

তেররশিয়ায় কাজ শেষে ফের ফেরার পথে শেখ হাসিনা সেতুর শহরমুখী প্রান্তে নেমে খানিকটা হাঁটাহাঁটি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক উৎসাহ বোঝার চেষ্টা। চা দোকানে ঢুঁ মেরে দেখা গেল, আপাতত বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ নিয়েই আগ্রহ সবার। পাশে এক জেলে বড় একটা আইড় মাছ আর কিছু শিং ধরে ডালা সাজিয়ে বসেছেন, খানিক আগ্রহ সেখানেও। স্বচ্ছ জলের মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতু।  ছবি: হুসাইন আজাদ
 
অগত্যা আবার ধরতে হলো ফেরার পথ। ক্যাপটা থাকার কারণে মাথায় রোদটা সরাসরি পড়ছিল না, কিন্তু শরীরে ঠিকই আঁচ লাগছিলো। কাউকে কাউকে ছাতা মাথায় চলতে দেখে সে আঁচ যেন পারদের মতো বাড়ছিল।

তবে গরমটা বেশি বেড়ে গেল যেন সামনে এগিয়ে একটা তৃষ্ণার্ত কাক দেখে। এতো তৃষ্ণা, কাকটা নেমে গেছে রাস্তায় জমে যাওয়া পানিতে। দূর থেকে একটা টমটম আসতে দেখেও ঠোঁট ভেজাচ্ছিল বারবার। আগন্তুক বেশি কাছে না ঘেঁষেই স্মার্টফোনের ক্যামেরা তাক করলো। বেশি কাছে ঘেঁষলে যদি আবার তৃষ্ণা না মিটিয়েই উড়াল দেয় কাক! একেবারে কাছে চলে এলো টমটম, উড়ে গেল কাক। আগন্তুক ধরলো শহরের পথ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এইচএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।