ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কসমেটিক্স বাজারে ঈদের ছোঁয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
কসমেটিক্স বাজারে ঈদের ছোঁয়া গহনা পছন্দ করছেন এ তরুণী- ছবি- রানা

ঢাকা: ২০ রোজার শেষপ্রান্তে এসে ঈদ-উল ফিতরের প্রহর গুনছেন সবাই। ঈদ ঘিরে এরইমধ্যে সবার কম-বেশি প্রস্তুতিও শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন শপিং সেন্টার ঘুরে সে রকম চিত্রই পাওয়া গেছে। তবে বাজারে আপাতত কসমেটিক্স পণ্যেই ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা গেছে।
 
 

শুক্রবার (১৬ জুন) রাজধানীর কেন্দ্রস্থল ফার্মগেটের সেজান টাওয়ার ঘুরে দেখা গেছে, অন্য দোকানগুলোতে তেমন একটা ক্রেতা না থাকলেও কসমেটিক্স দোকানগুলো ঘিরে ক্রেতাদের ভিড়। সেখানে তরুণীরা পছন্দমতো কসমেটিক্স পণ্য কিনে নিচ্ছেন।


 
মেহেদী, রং ফর্সাকারী ক্রিম, মেকআপ আইটেম, চুরি আর বৈচিত্র্যময় সব দৃষ্টিনন্দন ইমিটেশন গহনা মন কাড়ছে ঈদ শপিংয়ে যাওয়া নারী ও তরুণীদের।
 
বাজারে বিভিন্ন পণ্যের ব্র্যান্ডের ভিড়ে গোল্ডেন রোজ ও ল্যাকমি’র বিভিন্ন প্রসাধনী তরুণীদের বেশি পছন্দ বলে জানালেন ‘তোফাজ্জাল কসমেটিক্স অ্যান্ড গিফট শপ’র ম্যানেজার রিপন হোসেন।
 
রিপন বাংলানিউজকে বলেন, ক্রেতাদের কাছে কালার আইটেম ও জুয়েলারির চাহিদা এবার বেশি।
 
‍বিক্রির বিষয়ে জানতে চাইলে রিপন বলেন, বিক্রি একেবারে খারাপ না। তবে ভালোও বলা যাবে না।

পছন্দের কসমেটিক্স কিনছেন তরুণীরাএদিকে ঈদ উপলক্ষে তরুণীদের পছন্দের তালিকায় বাহারি আইটেমের চুরিও রয়েছে বলে জানান সেজান টাওয়ারের ব্যবসায়ীরা। কাঁচের তৈরি বিভিন্ন রকমের চুরির মধ্যে তুফান, মার্বেল, বাঁকা মার্বেল, হোয়াইট মানিসহ বিভিন্ন নামের চুরির চাহিদাই বেশি বলে জানা গেছে।
 
মেহেদীর মধ্যে কাবেরি, হুররাম সুলতান, আলমাস, শাহজাদী মেহেদীর চাহিদা বেশি বলে জানান মল্লিক কসমেটিক্সের বিক্রয়কর্মী দিপু।
 
তিনিও জানালেন, আমাদের কসমেটিক্স আইটেমগুলোর মোটামুটি চাহিদা আছে। তবে গতবারের থেকে অনেক কম।
 
জান্নাত নামে এক তরুণী বাংলানিউজকে বলেন, মেহেদী, চুরি আর কিছু গহনা কিনেছি। ড্রেস আরো দু’একদিন পর কিনবো। মার্কেটে এসে প্রতিদিন দেখছি কোন ড্রেসটা কিনবো।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এসআইজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।