ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগ

ঢাকা: কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

সোমবার (০৩ জুলাই) ভোর পাঁচটার দিকে তাকে আদাবরের নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের কাছে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা খাতুন।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসিন বাংলানিউজকে জানান, ফরহাদ মজহারের এক আত্মীয় সকাল ১০টার দিকে থানায় এসে অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসআই আরও জানান, সোমবার ভোর ৫টার দিকে ফরহাদ মজহার ঘুম থেকে উঠে লেখালেখি করছিলেন। এমন সময় একজন তার মোবাইল ফোনে কল করে তাকে বাসা থেকে ডেকে নেন।

এরপর ফরহাদ মজহার আর বাসায় ফিরে আসেননি। তার সাথে ফোনে যোগাযোগ করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। পরে ফরহাদ মজহারের নম্বর থেকে তার স্ত্রীকে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগ পাওয়ার পর থানার ঊর্ধ্বতনরা ফরহাদ মজহারের বাসায় গিয়েছেন। তার অবস্থান জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই মোহসিন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।