ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরহাদ মজহারকে উদ্ধারে খুলনায় র‌্যাবের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
ফরহাদ মজহারকে উদ্ধারে খুলনায় র‌্যাবের অভিযান

খুলনা: অপহৃত কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারের অবস্থান খুলনায় শনাক্ত করতে পেরে অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (০৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার শিববাড়ি মোড় এলাকায় অভিযান শুরু করেন র‌্যাব-৬ এর সদস্যরা।

র‌্যাব-৬ এর সিও খন্দকার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান খুলনায় শনাক্ত করেছে।

এর প্রেক্ষিতে শিববাড়ি এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালানো হচ্ছে।

সোমবার (০৩ জুলাই) সকালে ফরহাদ মজহারকে আদাবরের নিজ বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ অনুযায়ী আদাবর থানায় একটি জিডি লিপিবদ্ধ করা হয়। জিডি নং-১০১।

পুলিশ সূত্র জানায়, ফরহাদ মজহার বাসা থেকে বের হওয়ার পর যে নম্বর দিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন সেই নম্বরটি ট্র্যাকিং করে দেখা গেছে, গাবতলী, পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে বর্তমানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ফরহাদ মজহার সাহেবের নম্বরটি ট্র্যাকিং করে বিভিন্ন পয়েন্টে অবস্থান আমরা দেখতে পেরেছি। তাকে খুঁজে পেতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

আরও পড়ুন:
ফরহাদ মজহারের ফোন নম্বরের অবস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগ

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা,  জুলাই ০৩, ২০১৭
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।