নগরীর নিউমার্কেট এলাকার ‘গ্রিল হাউস’ নামে ওই রেস্টুরেন্টে সোমবার (৩ জুলাই) রাত সোয়া ৮টার পর ফরহাদ মজহার আসেন বলে দাবি প্রতিষ্ঠানটির মালিক আবদুল মান্নানের। তার দাবি, সাদা লুঙ্গি-পাঞ্জাবী পরিহিত ফরহাদ মজহার তার রেস্টুরেন্টে প্রায় ২৫-৩০ মিনিট অবস্থান করে চলে যান।
এ বিষয়ে আবদুল মান্নান বিস্তারিত বলেন বাংলানিউজকে। তিনি বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে রেস্টুরেন্টে ঢোকেন ফরহাদ মজহার। সেসময় আমি কফি খাচ্ছিলাম। রেস্টুরেন্টে আমার মেজো ভাই ও ম্যানেজারও ছিলেন।
‘তিনি রেস্টুরেন্টে বসলে তাকে মেনু দেওয়া হয়। ফরহাদ মজহার ডিটেইলস দেখেন। এরপর ডাল-ভাত-সবজি ও আধা লিটার পানি অর্ডার করেন। তাকে সার্ভ করতে ৬-৭ মিনিট লাগে। এসময় ফরহাদ মজহারকে বেশ টায়ার্ড দেখাচ্ছিল। তিনি কাটা চামচ দিয়ে খাবার খান। তার পরনে ছিল সাদা লুঙ্গি ও পাঞ্জাবী। মাথায় সাদা কাপড়ও ছিল। ’
মান্নান আরও বলেন, ‘আমরা প্রথমে তাকে চিনতে পারিনি। আমি রেস্টুরেন্ট থেকে ৮টা ৪০ মিনিটে অজু করতে বেরিয়ে যাই। ফেরত এলে আমার ভাই ও ম্যানেজার বলে, টিভিতে যাকে দেখাচ্ছে (ফরহাদ মজহার) তিনি তো একটু আগেই এখান থেকে খেয়ে গেলেন। এরপর আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিই। ’
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরহাদ মজহারের অবস্থান চিহ্নিত করে অভিযান চালাতে থাকা র্যাব।
ঘটনাস্থলে র্যাব-৬ এর সিও খন্দকার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা রেস্টুরেন্টের কাছেই নিউমার্কেট এলাকায় তার মোবাইল নম্বরের অবস্থান শনাক্ত করে অভিযান চালাচ্ছিলাম। জানতে পারি তিনি এখানে খাবার খেয়ে গেছেন। দুই মিনিটের দূরত্বে ছুটে এসে শুনি তিনি চলে গেছেন। তার খোঁজে অভিযান চলছে।
সোমবার সকালে ফরহাদ মজহারকে আদাবরের নিজ বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ অনুযায়ী আদাবর থানায় একটি জিডি লিপিবদ্ধ করা হয়। জিডি নং-১০১।
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এমআরএম/এইচএ/
** ফরহাদ মজহারকে উদ্ধারে খুলনায় র্যাবের অভিযান
** ফরহাদ মজহারের ফোন নম্বরের অবস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
** ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগ