সোমবার (৩ জুলাই) রাত ১১টার দিকে অভিযান স্থগিত করার কথা বাংলানিউজকে জানান অভিযান পরিচালনাকারী র্যাব-৬ এর উপ-অধিনায়ক এনায়েত হোসেন মান্নান।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরহাদ মজহারের ফোনের অবস্থান শনাক্ত করে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে খুলনার শিববাড়ি ও নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে র্যাব।
এনায়েত হোসেন মান্নান বলেন, তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। আপাতত খুলনায় অভিযান স্থগিত করা হয়েছে।
এদিকে, অভিযান চলার মধ্যে নিউমার্কেটের ‘গ্রিল হাউস’ নামে একটি রেস্টুরেন্টে ফরহাদ মজহারকে দেখা যায় বলে দাবি করেছেন রেস্টুরেন্টটির মালিক আবদুল মান্নান। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সেখানেও ছুটে যায়। কিন্তু তাদের পৌঁছানোর আগেই ফরহাদ মজহার বেরিয়ে যান বলে জানান র্যাব-৬ এর সিও খন্দকার রফিকুল ইসলাম।
সোমবার সকালে ফরহাদ মজহারকে আদাবরের নিজ বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ অনুযায়ী আদাবর থানায় একটি জিডি লিপিবদ্ধ করা হয়। জিডি নং-১০১।
বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এমআরএম/এইচএ/
** ফরহাদ মজহারকে খুলনার রেস্তোরাঁয় দেখা গেছে, দাবি মালিকের
** ফরহাদ মজহারকে উদ্ধারে খুলনায় র্যাবের অভিযান
** ফরহাদ মজহারের ফোন নম্বরের অবস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
** ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগ