ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোর থেকে উদ্ধার ফরহাদ মজহার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
যশোর থেকে উদ্ধার ফরহাদ মজহার হানিফ পরিবহনের বাসটি থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে

যশোর: ভোর থেকে দিনভর ‘নিখোঁজ’ থাকা কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারের হদিস মিলেছে। তাকে যশোরের অভিয়নগর উপজেলার একটি সড়কে হানিফ পরিবহনের বাস থেকে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার পর অভয়নগরের বেঙ্গল গেট সংলগ্ন সড়কে হানিফ পরিবহনের ওই বাস (ঢাকা মেট্রো ব-১৪-৯৮০১) থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়। যাত্রীবাহী বাসটি ছিল ঢাকাগামী।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, তারা ফরহাদ মজহারকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। এখন তিনি থানায়ই আছেন এবং বেশ চুপচাপ রয়েছেন।

বিষয়টি বাংলানিউজকে জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকারও।

রাত সাড়ে ৮টার দিকে খুলনার নিউমার্কেট এলাকার গ্রিল হাউস নামে একটি রেস্টুরেন্টে ফরহাদ মজহারকে দেখা যায় বলে দাবি করেন রেস্টুরেন্টটির মালিক।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনের অবস্থান শনাক্ত করে ফরহাদ মজহারকে উদ্ধারে খুলনা মহানগরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তল্লাশি চালায় র‌্যাব-৬। সেখানে তাদের অভিযান স্থগিত ঘোষণার আধঘণ্টা পর অভয়নগর থেকে ফরহাদ মজহারকে উদ্ধারের খবর পাওয়া যায়।

সোমবার সকালে ফরহাদ মজহারকে ঢাকার আদাবরের নিজ বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ অনুযায়ী আদাবর থানায় একটি জিডি লিপিবদ্ধ করা হয়। জিডি নং-১০১।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এমআরএম/এজেডএস/পিএম/ইউজি/এইচএ/

আরও পড়ুন
** খুলনায় ফরহাদ মজহারকে খোঁজার অভিযান স্থগিত
** ফরহাদ মজহারকে খুলনার রেস্তোরাঁয় দেখা গেছে, দাবি মালিকের​
** ফরহাদ মজহারকে উদ্ধারে খুলনায় র‌্যাবের অভিযান
** ফরহাদ মজহারের ফোন নম্বরের অবস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
** ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।