সোমবার (৩ জুলাই) দিনগত রাত সোয়া ১টার দিকে ওই সংবাদ সম্মেলনের পর রাত ১টা ৪৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের একটি টিমের মাধ্যমে ফরহাদ মজহারকে রাজধানীতে পাঠানো হয়।
রাত ১টা ৫০ মিনিটে বিষয়টি বাংলানিউজকে জানান পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ।
এর আগে সংবাদ সম্মেলনে ডিআইজি দাবি করেন, অপহরণ নয়, ফরহাদ মজহার স্বেচ্ছায় ভ্রমণে বের হয়েছেন বলেই মনে হয়েছে। তার কাছে ভ্রমণের ব্যাগ, অালাদা কাপড় ছিল।
তবে সংবাদ সম্মেলনে কোনো কথা বলেননি ফরহাদ মজহার।
ভোরে এ কবি ও বুদ্ধিজীবীকে তার ঢাকার আদাবরের নিজ বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পরিবারের অভিযোগ অনুযায়ী আদাবর থানায় একটি জিডি লিপিবদ্ধ করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনের অবস্থান শনাক্ত করে ফরহাদ মজহারকে উদ্ধারে খুলনা মহানগরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তল্লাশি চালায় র্যাব-৬। সেখানে তাদের অভিযান স্থগিত ঘোষণার আধঘণ্টা পর অভয়নগর থেকে ফরহাদ মজহারকে উদ্ধারের খবর পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এমআরএম/এইচএ/
আরও পড়ুন
** ফরহাদ মজহার অপহৃত হয়েছেন মনে হয়নি: পুলিশ
** গফুর নামে বাসের টিকিট কাটেন ফরহাদ মজহার
** উদ্ধার ফরহাদ মজহারকে নেওয়া হচ্ছে খুলনায়
** যশোর থেকে উদ্ধার ফরহাদ মজহার
** খুলনায় ফরহাদ মজহারকে খোঁজার অভিযান স্থগিত
** ফরহাদ মজহারকে খুলনার রেস্তোরাঁয় দেখা গেছে, দাবি মালিকের
** ফরহাদ মজহারকে উদ্ধারে খুলনায় র্যাবের অভিযান
** ফরহাদ মজহারের ফোন নম্বরের অবস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
** ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগ