ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হঠাৎ অসুস্থ মুক্তামনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
হঠাৎ অসুস্থ মুক্তামনি মুক্তামনি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘বিরল রোগে’ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সাতক্ষীরার শিশু মুক্তামনি বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, মঙ্গলবার থেকে মুক্তামনির শরীরের জ্বর ছিলো।

একই সঙ্গে তার আক্রান্ত হাত থেকে অল্প অল্প করে রক্তক্ষরণ হচ্ছিলো। বুধবার বিকেলে তার হাতের রক্তক্ষরণের মাত্রা বেড়ে যায়। এতে তার শরীরের রক্তের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে দায়িত্বরত চিকিৎসকরা রক্তের ব্যবস্থা করেন।

এছাড়া হঠাৎ অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের প্রফেসাররা মুক্তামনিকে চিকিৎসার জন্য তার কেবিনে ছুটে আসেন।

এরআগে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটের ছয়তলার কেবিনে মুক্তামনির খোঁজ-খবর নিতে আসেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব সিরাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এজেডএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।