বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে রামনাথকে বিজয়ী ঘোষণার পর পৃথক বার্তায় আবদুল হামিদ ও শেখ হাসিনা এ অভিনন্দন জানান।
রাষ্ট্রপতির অভিনন্দনের খবরটি বাংলানিউজকে জানিয়েছে তার প্রেস উইং।
রামনাথকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ভারত উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।
রামনাথের নেতৃত্বে সামনের দিনগুলোতে বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন আবদুল হামিদ।
প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ঐতিহ্যগত অভিন্নতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, আমরা দুই দেশের সমৃদ্ধির লক্ষ্যে বহুমুখী সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ভারত সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে চাই। ’
প্রধানমন্ত্রী তার বার্তায় ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।
গত সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত ভোটে বিপুল ব্যবধানে জয়লাভ করেন দলিত সম্প্রদায়ের নেতা রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার সকাল থেকে ভোট গণনার পর বিকেলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজেপির প্রার্থী রামনাথের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী কংগ্রেস জোটের প্রার্থী লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এমইউএম/এইচএ