ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কাতারের আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
কাতারের আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সাথে বৈঠক করেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শেখ মোজা বিনতে নাসেরের সাথে এক বৈঠকে মিলিত হন।

এর আগে সোমবার ( ২১ এপ্রিল) রাতে কাতারে পৌছানোর পর দোহা বিমানবন্দরে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাকে স্বাগত জানান কাতারের চিফ অব প্রটোকল রাষ্ট্রদূত ইব্রাহিম ফখরু। এ সময় আরো উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।  

প্রধান উপদেষ্টা আর্থনা (আমাদের পৃথিবী)  শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার গেছেন। সফরকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
টিআর/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ