রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার লুধুয়াঘাট থেকে লক্ষ্মীপুর শহরের মাছ ব্যবসায়ী মো. গোফরান মাছটি কিনে নেন। এর আগে বিকেলে স্থানীয় জেলে আজগর হোসেনের জালে ইলিশ মাছটি ধরা পড়ে।
চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বিকেলে মেঘনা নদীতে জাল ফেললে আজগর জেলের জালে মাছটি ধরা পড়ে। সন্ধ্যায় মাছটি ঘাটে আনলে একাধিক মাছ ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগীতামূলক ধর-দামে (ডাকে) মাছটি বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী গোফরান বাংলানিউজকে জানান, ৬ হাজার ৭৯০ টাকা দিয়ে ইলিশটি কিনেছেন। লক্ষ্মীপুর শহরে উপযুক্ত দাম না পেলে মাছটি ঢাকায় পাঠানো হবে। জেলে আজগর বাংলানিউজকে জানান, এতো বড় ইলিশ তার জালে আগে কখনও ধরা পড়েনি। চড়া দামে বিক্রি করতে পারায় তিনি খুশি।
বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
আরবি/