সোমবার (২৪ জুলাই) বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পূর্ব নির্ধারিত সময়েই বিমানটি ছেড়ে গেছে বলে জানা গেছে।
এর আগে সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৮ হজযাত্রী নিয়ে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইটের মাধ্যমে এ বছরের হজযাত্রা শুরু হয়।
এ সময় প্রথম ফ্লাইটের হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এর আগে হজযাত্রী ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এদিন আরও দু’টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৭টা ৫৫মিনিটে ৪১৯জন যাত্রী নিয়ে বিজি-৭০১১ ফ্লাইট এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা ছাড়বে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসআইজে/জিপি
** আল্লাহুম্মা লাব্বায়েকের ডাকে ঢাকা ছাড়লো ১ম ফ্লাইট