ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘হজ ফ্লাইট বাতিল নতুন কিছু নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
‘হজ ফ্লাইট বাতিল নতুন কিছু নয়’ হাব মহাসচিব শাহদাত হোসাইন তসলিম

ঢাকা: হজ ফ্লাইট বাতিল হওয়া নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় চলছে দেশব্যাপী। এমন সময় হজ ফ্লাইট বাতিল হওয়া নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহদাত হোসাইন তসলিম।

শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এসে সংবাদ মাধ্যমের কাছে এ মন্তব্য করেন হ‍াব মহাসচিব।

শাহদাত হোসাইন তসলিম বলেন, হজ ফ্লাইট বাতিল হওয়া নতুন কিছু নয়।

গত বছরও ২০টি হজ ফ্লাইট বাতিল হয়েছিলো। এ ব্যাপারে আশঙ্কার কিছু নেই। নির্দিষ্ট সময়ের ভেতরেই সব হজযাত্রী হজ করতে যেতে পারবেন। এ বছর বিমানের হজ ফ্লাইটের সংখ্যাও বেশি। একজন হজযাত্রীও হজ করতে যাওয়া থেকে বঞ্চিত হবেন না।

কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হ‍াব মহাসচিব।

তিনি বলেন, কোনো এজেন্সি কোনো হজযাত্রীর কাছ থেকে বাড়তি কোনো অর্থ নিচ্ছে- এ ধরনের অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো। শুধু তাই নয়, খোদ ধর্ম মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি কোনো হজযাত্রী এজেন্সির মাধ্যমে কোনো ধরনের হয়রানির শিকার হন তাহলে আমাদের কাছে এসে অভিযোগ করুন আমরা ব্যবস্থা নেবো।

শুক্রবার (০৪ আগস্ট) সকাল থেকে রাত ১২টা পর্যন্ত বিমানের হজ ফ্লাইট আছে ৪টি। এর মধ্যে সকাল ৬টা ৫৫ মিনিটের ফ্লাইটটি ইতিমধ্যে বাতিল হয়েছে। ফ্লাইটটিতে মোট ৪১৯ জন যাত্রী যাওয়ার কথা ছিলো। তাছাড়া সকাল ১০টা ৫৫ মিনিটের ফ্লাইটটি হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে জেদ্দার উদ্দেশে।

আরও পড়ুন:
বিমানের ওপর ক্ষুব্ধ হজযাত্রীরা

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
ইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।