শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এসে সংবাদ মাধ্যমের কাছে এ মন্তব্য করেন হাব মহাসচিব।
শাহদাত হোসাইন তসলিম বলেন, হজ ফ্লাইট বাতিল হওয়া নতুন কিছু নয়।
কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হাব মহাসচিব।
তিনি বলেন, কোনো এজেন্সি কোনো হজযাত্রীর কাছ থেকে বাড়তি কোনো অর্থ নিচ্ছে- এ ধরনের অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো। শুধু তাই নয়, খোদ ধর্ম মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি কোনো হজযাত্রী এজেন্সির মাধ্যমে কোনো ধরনের হয়রানির শিকার হন তাহলে আমাদের কাছে এসে অভিযোগ করুন আমরা ব্যবস্থা নেবো।
শুক্রবার (০৪ আগস্ট) সকাল থেকে রাত ১২টা পর্যন্ত বিমানের হজ ফ্লাইট আছে ৪টি। এর মধ্যে সকাল ৬টা ৫৫ মিনিটের ফ্লাইটটি ইতিমধ্যে বাতিল হয়েছে। ফ্লাইটটিতে মোট ৪১৯ জন যাত্রী যাওয়ার কথা ছিলো। তাছাড়া সকাল ১০টা ৫৫ মিনিটের ফ্লাইটটি হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে জেদ্দার উদ্দেশে।
আরও পড়ুন:
বিমানের ওপর ক্ষুব্ধ হজযাত্রীরা
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
ইউএম/এমজেএফ