ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরপ্রদেশে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
উত্তরপ্রদেশে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের নেতা আবদুল্লাহ ভারতে লুকিয়ে ছিলেন

ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগর শহরে বাংলাদেশের নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে।

আবদুল্লাহ নামে ওই সন্ত্রাসীকে রোববার (৬ আগস্ট) সকালে মুজাফফরনগরের কুতেসারা এলাকা থেকে গ্রেফতার করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস)।  

এনআইএ ও এটিএস কর্মকর্তাদের বরাত দিয়ে দুপুরে বিষয়টি জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বলেন, আব্দুল্লাহ সন্ত্রাসী কর্মকাণ্ডে তরুণদের দলে ভেড়ানো এবং তাদের অস্ত্র সরঞ্জাম সরবরাহসহ কারিগরি সহায়তা (লজিস্টিক্যাল সাপোর্ট) দিয়ে আসছিলেন।  

এনআইএ’র একটি সূত্রের, আব্দুল্লাহ ২০১১ সাল থেকে উত্তরপ্রদেশে বসবাস করছিলেন। প্রথম দিকে তিনি দেওবন্দে থাকলেও গত মাসেই চলে আসেন মুজাফফরনগরের কুতেসারায়।

অ্যান্টি-টেরোরিজম স্কোয়াডের (এটিএস) শীর্ষ কর্মকর্তা অসীম অরুণ জানান, আবদুল্লাহ ভারতে বাংলাদেশি তরুণদের সন্ত্রাসী দলে ভেড়ানোর কাজের পাশাপাশি তাদের ভুয়া পরিচয়পত্র এবং লুকিয়ে থাকার জন্য গোপন আস্তানার ব্যবস্থা করে দিতেন।

অভিযানকালে তার কাছ থেকে নিজের ভুয়া ভারতীয় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও আরও ১৩টি পরিচয়পত্র জব্দ করা হয়েছে।  

এসময় আরও তিনজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান এটিএসের ওই শীর্ষ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭/আপডেট ১২৫৪ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।