ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাসিনাকে মোদির চিঠি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
হাসিনাকে মোদির চিঠি প্রধানমন্ত্রীকে বই তুলে দিচ্ছেন ভারতীয় হাইকমিশনার

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা চিঠিটি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

তবে চিঠিটি কী বিষয়ক সে বিষয়ে জানা যায়নি।

শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নরেন্দ্র মোদি সরকারের মূল্যায়ন নিয়ে লেখা ‘Marching with a Billion’ নামে একটা বইও তুলে দেন।

বিজেপি সরকারের তিন বছরের মূল্যায়ন নিয়ে ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের সিনিয়র সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক উদয় মেহুরকার বইটি লেখেন।

পরে প্রধানমন্ত্রীর কার্যাালয়ে জার্মান পার্লামেন্টের সদস্য হেন্স পিটার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ ও জার্মানির মজবুত সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি।
 
চলতি বছর শেখ হাসিনা জার্মানির মিউনিখ সফরের কথা স্মরণ করে ই-পাসপোর্টের জন্য দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন।

এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়েও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সস্তা শ্রমিকসহ অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করে বিনিয়োগ করতে জার্মান বিনিযোগকারীদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭/আপডেট ১৫৫০ ঘণ্টা
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।