ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিসেম্বরে বিড়ি শ্রমিকদের মহাসমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
ডিসেম্বরে বিড়ি শ্রমিকদের মহাসমাবেশ পাবনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন পাবনা অঞ্চল আয়োজিত সমাবেশে

পাবনা সদর থেকে: বিড়ি শিল্প রক্ষায় আগামী ডিসেম্বরে রাজধানী ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। 

বুধবার (৮ নভেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন পাবনা অঞ্চল আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তবে মহাসমাবেশের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।



আমিন উদ্দিন বলেন, ‘বিড়ির ওপর ট্যাক্স কমিয়ে শ্রমিকদের মজুরি বাড়াতে হবে। সরকার বারবার বিড়ি শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থা করে দেবে বললেও সেটা করা হয়নি। কারণ এটা সরকার পারবে না। এছাড়া সরকারের ভেতরের কতিপয় একটি মহল বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্র রুখে দিতে আগামী ডিসেম্বর মাসে দেশের সব বিড়ি শ্রমিকদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ করা হবে’।  

তিনি বলেন, ‘বেশি ট্যাক্স হওয়ায় শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এটা কখনো হতে পারে না। তাই বিড়ি শিল্প রক্ষায় কুচক্র মহলটি কঠোর আন্দোলনে যেতে আমাদের বাধ্য করছে। এছাড়া বিড়ি শ্রমিকদের দাবি পূরণ না হওয়া পযর্ন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব’।  

এ সময় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘বিড়ি শিল্প ধ্বংস করে সিগারেটকে বাজার দখলে সহায়তা করছে  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিড়ির ওপর কেনো এতো ট্যাক্স বসাতে হবে। যেখানে দেশীয় শিল্প রক্ষায় সরকার এগিয়ে আসবে, সেখানে বিড়ি শিল্পকে ধ্বংসের পায়তারা করা হচ্ছে। আমরা ধিক্কার জানাই, যারা সিগারেট রক্ষায় ব্রিটিশ আমেরিকান টোবাকোকে (বিএটিবি) সহযোগিতা করছে’।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সদস্য শামীম ইসলাম, হায়দার আলী, আবুল কালাম আজাদ,পাবনা বাংলা বিড়ির ম্যানেজার শহিদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ০৮,২০১৭
এসজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।