ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গতি নেই কার্জন হলের রাস্তা সংস্কারের কাজে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
গতি নেই কার্জন হলের রাস্তা সংস্কারের কাজে কার্জন হল এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে বেহাল দশা-ছবি-ডি এইচ বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: কার্জন হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অতীতের পরিচিতি বহন করে যে কয়েকটি স্থাপনা তার মধ্যে অন্যতম এই কার্জন হল। ব্রিটিশ আমলে নির্মিত এ স্থাপনাটির নির্মাণশৈলী খুব সহজেই যে কারো নজর কাড়বে। তবে এর অভ্যন্তরীণ সড়কগুলো যেন কার্জনের ওই লাল দালানের সঙ্গে বড্ড বেমানান।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্জন হল এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে বেহাল দশা বিরাজ করছিলো। খানাখন্দে ভরা এসব সড়কে চলতে গিয়ে রীতিমতো ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।

সম্প্রতি এ ভোগান্তি থেকে মুক্তিরও আভাস মেলেছে। দীর্ঘ দশ বছর পর সড়কগুলোর সংস্কারের কাজ শুরু হয়, তবে কাজের অগ্রগতি যথেষ্ট হতাশাজনক বলেই মনে করছেন শিক্ষার্থীরা।
 
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ এর অবস্থান কার্জন হলে। এছাড়া রয়েছে ফজলুল হক মুসলিম হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, কবি সুফিয়া কামাল হল। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষক-শিক্ষার্থীদের প্রায় এক চতুর্থাংশ এইসব সড়ক দিয়ে চলাচল করে।

কার্জন হল এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে বেহাল দশা-ছবি-ডি এইচ বাদল
সরেজমিনে দেখা যায়, কার্জন হলের সম্মুখভাগের সড়কে রয়েছে ছোট বড় গর্ত। সড়কের মাঝখানে (মূল কার্জনের সম্মুখভাগে) বিটুমিন উঠে গিয়ে সৃষ্টি হয়েছে দুটি গর্ত। এছাড়া আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ থেকে ফজলুল হক মুসলিম হলের গেট পর্যন্ত সড়কের সংস্কার শুরু হলেও কাজের অগ্রগতি নেই। সড়কের গর্তে বড় বড় কংকর দেয়া হয়েছে। আর একপাশে বালির স্তুপ রাখা।
 
এই অবস্থার কারণে উল্টো দুর্ভোগ হচ্ছে উল্লেখ করে জীব বিজ্ঞান অনুষদভুক্ত এক বিভাগের শিক্ষক বাংলানিউজকে বলেন, দীর্ঘ দিন পরে কাজ শুরু হলেও কাজ বন্ধ রয়েছে। আগে মোটামুটি হাঁটা যেত, এখন ভালো করে হাঁটাও যায় না। তিনি দ্রুত এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ফজলুল হক মুসলিম হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু রাকিব বাংলানিউজকে বলেন, এই সড়কটির দৈর্ঘ্য মাত্র সোয়া কিলোমিটার। এই কাজটি শেষ করতে এতোদিন সময় লাগার কথা না। কাজের ধীরগতির কারণে আমাদের ভোগান্তি বেড়েছে।

কার্জন হল এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে বেহাল দশা-ছবি-ডি এইচ বাদল
আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ নিরাপত্তা চৌকিতে ১৯৯৭ সাল থেকে দায়িত্ব পালন করছেন শাহাজাহান। তিনি বাংলানিউজকে বলেন, দশ বছর ধরে এই সড়কের সংস্কার হয় না। কিছু দিন আগে কাজ শুরু হলেও সপ্তাহ ধরে কাজ বন্ধ রয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী ফিরোজ আলম বাংলানিউজকে বলেন, ঠিকাদার কাজ ফেলে যাওয়ার কারণে কাজ বন্ধ রয়েছে। দুয়েক দিনের মধ্যে কাজ শুরু হবে।

কার্জন হল এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে বেহাল দশা-ছবি-ডি এইচ বাদল
তবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম সিকদার বাংলানিউজকে বলেন, বৃষ্টির কারণে কাজ বন্ধ ছিল। শিগগিরই কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসকেবি/আরআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।