সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে বাংলাদেশের ৪৬তম বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যের শুরুতে শ্রিংলা বাংলায় বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অন্য উচ্চতায় পৌঁছে গেছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে ভারতীয় সৈন্যরা এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা একসঙ্গে যুদ্ধ করেছিল। তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য একসঙ্গে রক্তও দিয়েছিল। এটা সব ভারতীয়ের জন্য গর্বের বিষয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসকে/এএ