ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়ায় অচলাবস্থা, দীর্ঘ লাইনে ৯শ’ গাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
পাটুরিয়া-দৌলতদিয়ায় অচলাবস্থা, দীর্ঘ লাইনে ৯শ’ গাড়ি পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন (ফাইল ফটো)

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেছে। উভয় পাশে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ নয় শতাধিক যানবাহন। এ কারণে ঘাট এলাকায় এক প্রকারের অচলাবস্থা বিরাজ করছে। ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে।

রাত বেশি হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বেড়ে যায়। রাত সোয়া ১১টার দিকে মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচলও বন্ধ রাখা হয়।

শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে নদীতে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। কিন্তু দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের দৌলতদিয়া প্রান্তে নৌরুট পারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন দীর্ঘ হতে থাকে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলিয়ে চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে বলে জানান খোরশেদ।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির হোসেন বাংলানিউজকে জানান, দেশের এ ব্যস্ততম নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি চলাচল করছে। কিন্তু ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেছে। এতে কেবল পাটুরিয়া এলাকায়ই পাঁচ শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এইচএ/

** বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে থেমে থেমে যানজট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।