ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জাফলং পাথর কোয়ারিতে ধস, ৪ শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
জাফলং পাথর কোয়ারিতে ধস, ৪ শ্রমিক নিহত জাফলং পাথর কোয়ারিতে মাটিচাপায় নিহত ৪। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের জাফলং পাথর কোয়ারিতে মাটি চাপায় চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো ৩ জনকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে জাফলং জুমপাড় মন্দির এলাকায় আবদুস সাত্তারের পাথর কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে একজনের নামপরিচয় নিশ্চিত হতে পেরেছে পুলিশ।

নিহত নূর মিয়া (৪০) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে।

এছাড়া আহতদের মধ্যে সাদেক মিয়া, হেরাল মিয়া ও মিজানুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। জাফলং পাথর কোয়ারিতে মাটিচাপায় নিহত ৪।  ছবি: বাংলানিউজস্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই কোয়ারিতে ৮/১০জন শ্রমিক পাথর উত্তোলনরত অবস্থায় মাটিচাপা পড়ে। পরে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ বাকিদের সন্ধান চলছে। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। তবে এখনো সবার নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।