ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দায়িত্ব নিলেন নতুন বিমান ও পর্যটনমন্ত্রী 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
দায়িত্ব নিলেন নতুন বিমান ও পর্যটনমন্ত্রী  দায়িত্ব বুঝে নিচ্ছেন শাহজাহান কামাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: নতুন দায়িত্ব পাওয়া বেসামরিক বিমান প‌রিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামা‌লের কাছে দা‌য়িত্ব হস্তান্তর কর‌ছেন বিদায়ী মন্ত্রী রা‌শেদ খান মেনন। 

বৃহস্প‌তিবার (০৪ জানুয়া‌রি) সকা‌লে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণাল‌য়ে নিজের দায়িত্ব বুঝে নেন শাহজাহান কামাল। পরে মন্ত্রণালয়ের সভাক‌ক্ষে কর্মকর্তা-কর্ম‌চারীদের স‌ঙ্গে প‌রি‌চিত হন নতুন মন্ত্রী।

 

এ সময় বিমান মন্ত্রণালয় থে‌কে সমাজ কল্যাণ মন্ত্রণাল‌য়ে নিযুক্ত ‌রা‌শেদ খান মেনন কর্মকর্তাদের উ‌দ্দেশ্যে তার সময়কা‌লের কর্মকাণ্ড তু‌লে ধ‌রেন। পাশাপাশি নতুন দায়িত্ব পাওয়া বিমান ও পর্যটন মন্ত্রী‌কে সহ‌যোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

** মেনন, আনিসুল, মঞ্জু, তারানার দফতর বদল 

এর আগে বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় রাশেদ খান মেননকে। আর তার মন্ত্রণালয়েল দায়িত্ব পান নতুন নিযুক্ত মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় তাকে মন্ত্রী হিসেবে শপথ বাক্যপাঠ করার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

বাংলা‌দেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়া‌রি ০৪, ২০১৮
এস‌কে/এসএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।