ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
পাবনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। ছবি: বাংলানিউজ

পাবনা: ঘন কুয়াশার কারণে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে রাজশাহী হতে ছেড়ে আসা ঢাকাগামী ৭৫৩ সিল্কসিটি এক্সপ্রেস কিছু বিলম্বে করার পর ঢাকার দিকে ছেড়ে যায়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের ভাঙ্গুড়া   রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ভাঙ্গুড়া রেলস্টেশনের মাস্টার নজরুল ইসলাম।

তিনি জানান, দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নাম জানা যায়নি। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে সকাল সাড়ে ৮টায় ঈশ্বরদী লোকোসেড হতে একটি রিলিফ ট্রেনসহ উদ্ধারকর্মীরা রওনা হয়।

পাকশি বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আসাদুল হক বাংলানিউজকে জানান, লুপ লাইনে দুর্ঘটনা ঘটায় মেইন লাইনে ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটবে না। আমনুরা হতে  একটি মালবাহী ট্রেন সিরাজগঞ্জ বাজার অভিমুখে যাওয়ার সময় বিপরীতগামী আরেকটি মালবাহী ট্রেন একই লাইনে  সিগন্যাল অমান্য করে ধুকে পড়ায় এ দুর্ঘটনা  ঘটে। মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রেনের চালক আহত হয়েছেন।

এ ব্যাপারে পাকশি রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, দুর্ঘটনা কবলিত দুটি ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনসহ বগি উদ্ধার করতে কিছু সময় লাগবে। তবে ট্রেন চলাচলে কোন বিঘ্ন নেই।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮/আপডেট: ১০২৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।