ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধান বিচারপতি

ঢাকা: মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দুপুর ৩টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর আগে দুপুর দেড়টার দিকে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান রোববার (০৪ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথ নেওয়ার পরদিন রোববার সকাল ৮টা ১০ মিনিটে সুপ্রিম কোর্টে প্রবেশ করেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতি

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।