ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নারীর মৃত্যু, আহত ১০ মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু।

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মরিয়ম বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (৩ মার্চ) দুপুরে সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহত মরিয়ম বাজিতপুর এলাকার আজিজুল সরদারের স্ত্রী।  

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এক নারীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে বাসের ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে রাজৈর ও মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। এক নারীর মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।