ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএসএমএমইউতে ৪ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
বিএসএমএমইউতে ৪ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়া-ছবি- জি এম মুজিবুর

ঢাকা: চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, চারজন চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা হলেন- ডা. ফয়জুর রহমান, ডা. মামুন, ডা. এম আলী ও ডা. এফ এম সিদ্দিক।

এর মধ্যে ডা. এম আলী এখনও হাসপাতালে এসে পোঁছাননি। আর চিকিৎসকরা কে কোন বিষয়ের বিশেষজ্ঞ সে বিষয়েও তথ্য জানা যায়নি।

সূত্র আরো জানায়, চিকিৎসকরা তার (খালেদা জিয়া) সঙ্গে কথা বলেছেন। সমস্যার কথা শুনে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।  

এর আগে শনিবার (০৭ এপ্রিল) বেলা সোয়া ১১টায় কারাগার থেকে রওনা হয়ে ১১টা ৩৪ মিনিটে তিনি বিএসএমএমইউতে পৌঁছান।

হাসপাতালে খালেদা জিয়ার জন্য ৫১২ নম্বর কেবিন প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের এক প্রশাসনিক কর্মকর্তা।

বিএসএমএমইউতে খালেদা, প্রস্তুত ৫১২ নম্বর কেবিন

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।