ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সারাদেশে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
সারাদেশে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

ঢাকা: সারাদেশে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে ৪ জন, রাজবাড়ীতে ১, হবিগঞ্জে ১, রাজশাহীতে ২ , পাবনার ঈশ্বরদীতে ১, মৌলভীবাজারে ২, সুনামগঞ্জে ১, কুমিল্লায় ১, জামালপুরে ২ ও চুয়াডাঙ্গায় ১ জন রয়েছেন।

এসময় আহত হয়েছেন আরো ৬ জন। সোমবার (৩০ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে এ বজ্রপাত হয়।

 

বাংলানিউজের স্টাফ, ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বজ্রপাতে হাসেম মোল্লা (১৭) ও রফিকুল ইসলাম (৩৩) নামে ২ জনের মৃত্যু হয়েছে।

 

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভোলাব বন্দের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত হাসেম মোল্লা ওই এলাকার কামাল মোল্লার ছেলে ও রফিকুল ইসলাম একই এলাকার নুরুল হকের ছেলে।

এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে ওবায়দুল হক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মুসারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল জামপুর ইউনিয়নের মুসারচর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

জামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামীম শিকদার শিপলু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বজ্রপাতে ফরহাদ শেখ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার তেলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার জলিল মিয়ার ছেলে। ফরহাদ তেলাবো আদর্শ বিদ্যানিকেতনের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে মো. মতিন শেখ (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ঝাউডাঙ্গি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মতিন শেখ ওই গ্রামের মতি শেখের ছেলে।

 

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে বজ্রপাতে শামসুল হক (৪০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শামসুল হক উপজেলার জাতুকর্ণপাড়ার গাজী আবদুর রহমানের ছেলে।

 

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বজ্রপাতে বুলু মিয়া নামের এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত বুলু মিয়া নিলফামারী জেলার জলঢাকা উপজেলার বাঙ্গাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

 

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার নওপাড়া গ্রামে বজ্রপাতে ইয়াকুব আলী (৪৫) ও গোদাগাড়ী উপজেলার জোৎ জয়রামপুর আইনাপুকুর গ্রামে বাবলু (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

 

নিহত ইয়াকুব রাজশাহীর পুঠিয়া উপজেলার আরজ উদ্দিনের ছেলে। বাবলু উপজেলার মাটিকাটা ইউনিয়নের জোৎ জয়রামপুর আইনাপুকুর গ্রামের নাজিমুল ইসলাম কালুর ছেলে। তারা দু’জনই কৃষি কাজ করতেন।

 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী সুলতান বাংলানিউজকে জানান, সকালে ইয়াকুব বেগুন ক্ষেতে কীটনাশক দিতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন বাংলানিউজকে বলেন, সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করছিলেন বাবলু। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

 

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় বজ্রপাতে অজ্ঞাতপরিচয় (৩৩) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়ার পল্টুনঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।

 

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।

 

দুপুর ১টার দিকে কমলগঞ্জ  উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে তমিজ উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা তিনটি গরুও মারা যায়।

 

শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে বজ্রপাতে অজয় গোয়ালা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অজয় লাখাইছড়া চা বাগানের বাসিন্দা চা শ্রমিক দিপক গোয়ালার ছেলে।

 

এতে আহত হয়েছেন একই এলাকার রাখাল (৩২), জিতেন (৩০), কিশোর গোয়ালা (২৫) ও রিপন ভূইয়া (২০)।

 

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বজ্রপাতে ইয়াহিয়া আহমদ (৪২) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের মৌগাঁও বাগেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হন।

ইয়াহিয়া সিলেটের কানাইঘাট উপজেলার রায়পুর গ্রামের ইলিয়াছ আলীর ছেলে এবং আহত আব্দুল্লাহ একই গ্রামের ওয়াতির আলীর ছেলে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুর: জামালপুরের ইসলামপুর ও সরিষাবাড়ীতে বজ্রপাতে বুকল মিয়া (৪৫) ও হাবিবুর রহমান (৩২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া আব্দুর রাজ্জাক (৫৫) নামে অপর এক কৃষক আহত হয়েছেন।

সোমবার দুপুরে ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নের ডালিয়া এলাকায় ও সরিষাবাড়ীর মহাদান ইউনিয়নের শ্যামের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বকুল ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ চিনাডুলি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে এবং হাবিবুর শ্যামের পাড়া গ্রামের আলীম উদ্দিন মন্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলায় বজ্রপাতে হাসিবুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাসিবুল ওই গ্রামের মাজেদুল ইসলামের ছেলে এবং তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।

 

এর আগে রোববার (২৯ এপ্রিল) সারাদেশে বজ্রপাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে সোমবার বিকেল পর্যন্ত প্রাণ হারালেন ৩০ জন।


বাংলদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮/আপডেট: ১৭১০ ঘণ্টা
আরআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।