রিপোর্টিং টিম এরই মধ্যে যাত্রা করেছে রাজশাহীর উদ্দেশে। এই টিমে রয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট মবিনুল ইসলাম ও সেরাজুল ইসলাম সিরাজ, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর আসিফ আজিজ ও জনি সাহা, সিনিয়র করেসপন্ডেন্ট শাহজাহান মোল্লা ও ইকরাম উদ-দৌলা, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট বেলাল হোসেন ও ফটো করেসপন্ডেন্ট আরিফ জাহান।
টানা রিপোর্টিংয়ের পর ২ জুন (শনিবার) সকালে রাজশাহী চেম্বার ভবনে অনুষ্ঠিত হবে বিশেষজ্ঞ-আলোচনা। নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে এবং বাংলানিউজের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহারের পরিচালনায় বিশেষজ্ঞ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। আয়োজনে মূল্যবান মতামত দেবেন আমগবেষক ও সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এসআই/এইচএ/