ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় মহি উদ্দিন সুজন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে বণিক সমিতির সভা থেকে ধরে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সুজন পরশুরাম উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা অফিসার্স ক্লাবে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে বণিক সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হন সুজন। বৈষম্যবিরোধী ছাত্ররা সভায় তাকে দেখে চলে যেতে বললে তিনি তাদের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়। এ সময় ছাত্ররা সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যদের সহায়তায় তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে পরশুরাম মডেল থানা হেফাজতে নিয়ে যায়। মহিউদ্দিন সুজনের বাড়ি পৌরসভার সলিয়া গ্রামে। পরশুরাম বাজারে দোকানসহ তার বিভিন্ন ব্যবসা রয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এসএইচডি/আরআইএস