হুমায়ূন আহমেদের ভক্ত ও অভিনেতা সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল বলেন, হুমায়ূন আহমেদ তার সৃষ্টির মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। অনেকেই হুমায়ূন আহমেদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন।
হিমু পরিবারের সদস্য সাগর মল্লিক ও জাহাঙ্গীর আলম বলেন, প্রতি বছরই এখানে আসা হয়। জুলাই মাস হচ্ছে হিমুদের শোকের মাস। হুমায়ূন স্যার চলে গেছেন ছয় বছর হয়েছে। পৃথিবীর এমন কোনো লেখক নেই যে হিমুদের নিয়ে একটি লাইন লিখবে। হুমায়ূন আহমেদ যেমন কিংবদন্তি লেখক তার হিমু চরিত্রও কিংবদন্তি। আমরা তার হিমু চরিত্র ধারণ করে হুমায়ূন স্যারের স্মৃতি ও তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি।
জনপ্রিয় এ লেখক ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই তার মৃত্যু হয়। মৃত্যুর পর গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় তার নিজ হাতে গড়া স্বপ্নের নুহাশপল্লীতে সমাহিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৮
আরএস/আরআর