ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলোকচিত্রী শহিদুল আলম ডিবি হেফাজতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
আলোকচিত্রী শহিদুল আলম ডিবি হেফাজতে ড. শহিদুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: দৃক ফটোগ্যালারির কর্ণধার ও খ্যাতিমান আলোকচিত্রী ড. শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

সোমবার (৬ আগস্ট) সকালে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

তিনি জানান, শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে রোববার (৫ আগস্ট) রাতে তাকে ধানমন্ডির নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে পরিবার ও দৃক গ্যালারি কর্তৃপক্ষ।

** আলোকচিত্রী শহিদুল আলমকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।