ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটা আন্দোলনের নেত্রী বেলকুচি থেকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
কোটা আন্দোলনের নেত্রী বেলকুচি থেকে গ্রেফতার লুৎফুল নাহার লুমা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি থেকে লুৎফুল নাহার লুমা (২১) নামে কোটা আন্দোলনের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৫ আগস্ট) ভোরে ডিএমপির তদন্ত দল ও বেলকুচি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল ক্ষিদ্র চাপড়ির চর থেকে তাকে গ্রেফতার করে।  

লুৎফুল নাহার লুমা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বাঐখোলা গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে।

কোটা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুমা ইডেন মহিলা কলেজের ছাত্রী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ওই তরুণীর বিরুদ্ধে রমনা থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন বেলকুচির ক্ষিদ্র চাপড়ির চরে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। ভোরে বেলকুচি থানা পুলিশ এবং ডিএমপির মামলার তদন্ত দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।