শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সানিকে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দিনগত রাতে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন সানির স্ত্রী সামিউন্নাহার শানু।
মামলার বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, ২০১৫ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পারিবারিকভাবে সানি ও শানুর বিয়ে হয়। শানু শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রুট এলাকার বাসিন্দা। তাদের চার মাস বয়সী একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বেকার সানি তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। টাকা দিতে না পারায় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে থাকেন শানু। এতে প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন রয়েছে ন্যান্সি ও ন্যান্সির স্বামীর।
বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসআই