ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে মাটি ভরাটে বাধা দেওয়ায় যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
সিলেটে মাটি ভরাটে বাধা দেওয়ায় যুবক খুন

সিলেট: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় মাটি ভরাটে বাধা দেওয়ায় আফতাব মিয়া নামে এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ‍কোম্পানিগঞ্জ উপজেলার টিকাডহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফতাব ওই গ্রামের জব্বার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির সীমানা নিয়ে আগে বিরোধের জের ধরে মামাতো ভাই ইকবালের সঙ্গে বিরোধ ছিলো আফতাবের। বৃহস্পতিবার সকালে বাড়ির সীমানায় জোরপূর্বক মাটি ভরাট করতে যান আফতাবের মামাতো ভাই ইকবাল। এ সময় বাধা দিলে ইকবালের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান আফতাব। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ইকবালের বাড়ি ঘেরাও করে।

ইকবালকে ধরতে পুলিশের দু’টি টিম ইতোমধ্যেই মাঠে নেমেছে জানিয়েছে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা জানুয়ারি ১৭, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।